সামরিক অভিযানের ষষ্ঠ দিনে ইউক্রেনকে কঠিন চাপে ফেলেছে রাশিয়া। মঙ্গলবার (১ মার্চ) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে রাশিয়ার আর্টিলারি হামলায় ইউক্রেনের ৭০ জন সেনা নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে বিবিসি।
ইউক্রেনের সামি অঞ্চলের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা দিমিত্রো জাভায়েৎস্কি এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আর্টিলারি হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে।
জাভায়েৎস্কি বলেন, “হামলায় অনেক মানুষ মারা গেছে। ৭০ জন সেনার জন্য কবর তৈরি করা হচ্ছে। শত্রুরা যা পাওয়ার তা পেয়ে গেছে। অনেক রুশ সেনারও মরদেহ আছে এখানে। তাদের লাশ রেডক্রসের কাছে হস্তান্তর করা হচ্ছে।”
সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন দিমিত্রো জাভায়েৎস্কি। যদিও তার দাবির সত্যতা যাচাই করেনি বিবিসি।
এর আগে বিবিসি জানায়, রাজধানী কিয়েভের দিকে বিশাল সামরিক বহর নিয়ে এগিয়ে যেতে শুরু করেছে রাশিয়া। স্যাটেলাইটের ছবিতে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ এই সামরিক বহর দেখা গেছে। স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজি রুশ সেনাবহরের এই ছবি প্রকাশ করেছে।
এছাড়া স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে আরও দেখা যাচ্ছে, রুশ স্থলবাহিনী ও যুদ্ধ হেলিকপ্টারগুলো বেলারুশের দক্ষিণাঞ্চলে অবস্থান নিয়েছে। ইউক্রেন সীমান্ত থেকে সেখানকার দূরত্ব ২০ মাইলের কম।