• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়ার নিরপেক্ষ প্রস্তাবে রাজি ইউক্রেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০১:০৪ পিএম
রাশিয়ার নিরপেক্ষ প্রস্তাবে রাজি ইউক্রেন

নিরপেক্ষ মর্যাদা গ্রহণের জন্য রাশিয়ার প্রস্তাবে এবার সায় দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর সে জন্য শান্তি চুক্তির আলোচনায় বসতে চান জেলেনস্কি। তবে এ ক্ষেত্রে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি কিছু শর্ত দিয়েছেন তিনি।

রোববার (২৭ মার্চ) ইউক্রেনের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে প্রায় ৯০ মিনিটের সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (২৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “আমাদের রাষ্ট্রের জন্য নিরাপত্তার নিশ্চয়তা, নিরপেক্ষতা ও পরমাণুহীন মর্যাদা চাই। আমরা এগুলো নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট।”

জেলেনস্কি বলেন, “এই ধরনের চুক্তির ক্ষেত্রে অবশ্যই তৃতীয় পক্ষের মাধ্যমে নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। এছাড়া গণভোটে অনুমোদিত হতে হবে। তবে নিরস্ত্রীকরণের মতো রাশিয়ার অন্য দাবিগুলো মানা সম্ভব না।”

ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, “রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের রুশভাষী শহরগুলো ধ্বংস হয়েছে। আর এই ধ্বংসযজ্ঞ চেচনিয়ায় রাশিয়ার যুদ্ধের চেয়েও ভয়াবহ। অতএব যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার ছাড়া কোনো শান্তি চুক্তি সম্ভব হবে না।”

রাশিয়ার দখল করা অঞ্চলগুলো ফের ইউক্রেন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে না বলে জানা প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, “এ ধরনের চেষ্টা থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। কিন্তু পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকা নিয়ে সমঝোতায় পৌঁছাতে চাই আমরা। ২০১৪ সাল থেকে অঞ্চলটি নিয়ন্ত্রণে রেখেছে মস্কো সমর্থিত বিদ্রোহীরা।”

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করেছে এক মাস পার হচ্ছে। রাশিয়ার দাবি, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্ত করা না পর্যন্ত অভিযান চলবে। পশ্চিমাদের দাবি, মিথ্যা অভিযোগে যুদ্ধ চালাচ্ছে ক্রেমলিন।

Link copied!