শান্তি আলোচনার উদ্দেশ্যের বেলারুশ সীমান্তে বৈঠকে বসেছে ইউক্রেন-রাশিয়া। পাঁচ দিনের সামরিক অভিযানের ইতি টানতে বৈঠকে রাশিয়ার প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে এই খবর জানিয়েছে বিবিসি।
ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রতিনিধিদল রুশ প্রতিনিধি দলের সাথে শান্তি আলোচনার জন্য সীমান্তে পৌঁছেছে। প্রতিনিধিরা জানান এই বৈঠকে তাদের প্রধান এজেন্ডার হবে যুদ্ধবিরতি ও ইউক্রেনের ভূখণ্ড থেকে রুশ সৈন্য প্রত্যাহার।
এর আগে রবিবার এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, এই আলোচনা তিনি তেমন কোন অগ্রগতি আশা করেন না। তবে, যুদ্ধ বন্ধ করার জন্য এই সুযোগ ব্যবহারের জন্যেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সোমবার কারিগরি ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণে আলোচনা কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়। স্থানীয় সময় দুপুর ১২টায় বৈঠক শুরুর কথা রয়েছে।
ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এটিই দুপক্ষের প্রথম বৈঠক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর ফোনালাপের মাধ্যমে এই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।