ইউক্রেনের রাশিয়ান আগ্রাসনের সময় ধ্বংস হয়ে গেছে বিশ্বের বৃহত্তম বিমান আন্তোনোভ এএন-২২৫। ইউক্রেনের কর্মকর্তারা জানান, মহামারির সময় বিভিন্ন দেশে জরুরি চিকিৎসা সরঞ্জাম, পিপিই, ওষুষ ও টিকা সরবরাহ করা ম্রিয়া নামের এই বিমানটি স্থানীয় সময় রবিবার সকালে আগুনে পুড়ে যায়।
সিএনএন জানায়, বিমানটি ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি রানওয়েতে পার্ক করা ছিল। এসময় রুশ সামরিক বাহিনী সেখানে বিমান হামলা চালালে বিমানটি পুড়ে যায়।
‘ম্রিয়া’ নামের বাংলা অর্থ স্বপ্ন। ৮৪ মিটার দীর্ঘ ও ২৫০ টন ওজনের কার্গো বিমানটি আকাশপথে প্রতি ঘণ্টায় ৫২৮ মাইল গতিতে উড়তে পারত। ইউক্রেনের অ্যান্টোনোভ এয়ারলাইন্সের এটি পরিচালনা করছিল।
বিমানটি ধ্বংস হয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। টুইটারে তিনি লিখেছেন, “রাশিয়া হয়তো আমাদের মরিয়াকে ধ্বংস করেতে পেরেছে। কিন্তু আমাদের শক্তিশালী, স্বাধীন ও রাষ্ট্রের স্বপ্নকে তারা কখনোই ধ্বংস করতে পারবে না। আমরা অবশ্যই জয়ী হব!”
আন্তোনোভ কোম্পানির একটি টুইট জানায়, বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করে বিমানটির সর্বশেষ অবস্থা যাচাই করে দেখবেন। যদিও ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে তারা বিমানটিকে নতুন করে গড়ে তুলতে চায়।