ফাইজারের করোনা প্রতিরোধী ওষুধ প্যাক্সলোভিডের (Paxlovid) অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার ১২ বছরের বেশি বয়সীদের জন্য এই ওষুধ অনুমোদন দেয় মার্কিন ওষুধ প্রশাসন দপ্তর।
রয়টার্স জানায়, করোনার গুরুতর অসুস্থতা রুখতে ৯০ শতাংশ কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে প্যাক্সলোভিড। করোনার নতুন ধরন ওমিক্রন ও ডেলটার বিরুদ্ধেও এটি কার্যকরী বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন জানায়, হালকা থেকে মাঝারি উপসর্গ-যুক্ত ১২ বছর বয়সী বা তদূর্ধ্বদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সেই ওষুধ ব্যবহার করা যাবে। আক্রান্ত ব্যক্তির ওজন হতে হবে ন্যূনতম ৪০ কেজি।
যে সব ক্ষেত্রে করোনার সংক্রমণ মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা আছে তাদের জন্যেও চিকিৎসকরে পরামর্শ মেনে এই ওষুধ ব্যবহার করা যেতে পারে।
কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়েই প্যাক্সলোভিড ওষুধ কেনা যাবে। উপসর্গ দেখা দেওয়ার পাঁচদিনের মধ্যে ওষুধ সেবন করা যাবে।
ক্লিনিকাল ট্রায়ালের তথ্যের ভিত্তিতে ফাইজারের দাবি, গুরুতর অসুস্থদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঠেকাতে কার্যকার ভূমিকা রাখবে প্যাক্সলোভিড।
চিকিৎসকের পরামর্শ মেনে পাঁচদিন খেতে হবে ওষুধটি। দিনে দুইবার তিনটি করে ওষুধ খেতে পারবেন গুরুতর অসুস্থরা। অর্থাৎ একটি কোর্সে ৩০ টি ওষুধ খেতে পারবেন রোগীরা।
তবে প্যাক্সলোভিড মোটেও করোনার টিকার বিকল্প নয় - এমনটাই সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাই সবাইকে অবশ্যই টিকা নিতে আহ্বান জানিয়েছেন তারা।