• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ম্যাঁখো-পুতিনের অমীমাংসিত বৈঠক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ১০:০৯ এএম
ম্যাঁখো-পুতিনের অমীমাংসিত বৈঠক

কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ক্রেমলিনে দুই রাষ্ট্রনেতা সাক্ষাৎ করলেও আনুষ্ঠানিক বিবৃতিতে তেমন কোনো অগ্রগতি লক্ষ করা যায়নি।

মূলত ইউক্রেন সংকট নিরসনের লক্ষ্যেই রাশিয়ার সঙ্গে ফ্রান্সের এই পাঁচ ঘণ্টার ম্যারাথন বৈঠক আয়োজিত হয়। তবে আলোচনার পরও ম্যাঁখো সতর্ক করে বলেছেন উত্তেজনা এড়াতে হলে রাশিয়া-ইউক্রেন উভয় পক্ষের দ্রুত কাজ করা দরকার।

ম্যাঁখোর মতে, “এই মুহূর্তে উত্তেজনা ও অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ছে। মহামারির মাঝে রাশিয়া বা ইউরোপ এ অঞ্চলে আর কোনো বিশৃঙ্খলা চায় না। তাই আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপে একমত হতে হবে।”

তবে সেই সুনির্দিষ্ট পদক্ষেপে বা সিদ্ধান্ত কী, সে ব্যাপারে দুই নেতার কেউই কিছু জানাননি। এমন পরিস্থিতিতে মঙ্গলবার কিয়েভ যাওয়ার কথা রয়েছে ম্যাঁখোর।

সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন ফরাসি প্রেসিডেন্ট। তারপর আলোচনার ফলাফল সম্পর্কে ফোনে পুতিনকে জানাবেন তিনি।

ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েনের পর থেকেই রাশিয়া দেশটিতে সামরিক অভিযান চালাতে যাচ্ছে বলে সতর্ক করছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট। বিবিসি জানায়, এ পর্যন্ত ইউক্রেন সীমান্তের কাছে এক লাখের বেশি সৈন্য জড়ো করেছে রাশিয়া। তবে আক্রমণের পরিকল্পনার কথা অস্বীকার করছে মস্কো।

Link copied!