উচ্চ মাধ্যমিকের স্কুলগুলোতে মেয়েদের শিক্ষা দেওয়া বন্ধ রাখায় বিক্ষোভে নেমেছে আফগানিস্তানের নারীরা। বিবিসি জানায়, শনিবার থেকে পুরুষদের সঙ্গে নারীরা শিক্ষা মন্ত্রণালয়েরর কাছে জড়ো হয়ে তালেবান সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।
বিক্ষোভকারীরা মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েদের শিক্ষাদান পুনরায় চালু করার আহ্বান জানায়। “শিক্ষা আমাদের অধিকার!” “মেয়েদের স্কুলের দরজা খুলুন” সহ এসময় নানা স্লোগান দেয়। তবে তালেবানের পক্ষ থেকে বিক্ষোভে কোন বাধা দেওয়া হয়নি।
বিক্ষোভ স্থল থেকে এক শিক্ষিকা বিবিসিকে বলেন: “স্বাধীনতার প্রশ্নে আর নারী শিক্ষার অধিকার আদায়ের জন্য আমি প্রাণ দিতেও রাজি আছি। আমরা এখানে আমাদের মেয়েদের শিক্ষার অধিকারের জন্য এসেছি। অধিকার আদায় না হওয়াটা মৃত্যুর মতোই।”
এর আগে নারীদের বিক্ষোভে তালেবানরা বাধা দিলেও এবার তাদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যদিও স্কুলে যাওয়া বন্ধ হওয়ায় তালেবানের ওপর ক্ষুব্ধ আফগান শিক্ষার্থী ও অভিভাবকরা। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগান শাসনামলের পুনরাবৃত্তি যেন না ঘটে সেই শঙ্কায় আছেন তারা। সে সময় কয়েক বছরের জন্য নারী শিক্ষা সম্পূর্ণ বন্ধ করে দেয় তালেবান।
গত সপ্তাহের শেষে মেয়েদের স্কুলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে ব্যাপকভাবে সমালোচিত হয় তালেবান। বুধবার (২৩ মার্চ) দেশটির শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “কিছু সমস্যা দেখা দেওয়ায় উচ্চমাধ্যমিকের মেয়েদের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সবাইকে বিষয়টি জানিয়ে দিয়েছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।”