কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে মালয়েশিয়া। দেশজুড়ে বন্যার কারণে ২২ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
গ্রীষ্মমন্ডলীয় দক্ষিণ-পূর্ব এশীয়ার এই দেশটিতে প্রতি বছরের শেষের দিকেই প্রবল বর্ষণ হয়। বর্ষা ঋতুতে বন্যা ব্যাপক ধকল যায় জনসাধারণের ওপর।
এএফপি জানায়, শুক্রবার থেকে প্রবল বর্ষণের কারণে নদীগুলোর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে অনেক শহুরে এলাকা। প্রধান সড়কগুলোতেও জলাবদ্ধতার কারণে হাজার হাজার গাড়ি আটকা পড়েছে। রবিবার সকালে ছয়টি মধ্য ও উত্তর-পূর্ব রাজ্যে পানি বিপদসীমা অতিক্রম করেছে।
আটটি রাজ্যসহ বিভিন্ন অঞ্চলে প্রায় ২২ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারী ওয়েবসাইটের তথ্যমতে, এদের মধ্যে ১০ হাজারেরও বেশি মানুষ পাহাং রাজ্যের বাসিন্দা।
রাজধানী কুয়ালালামপুরের কাছাকাছি সেলাঙ্গর রাজ্যে ৫ হাজারের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। প্রলয়ংকারি বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকব। কুয়ালালামপুর ও আশেপাশের অনেক এলাকায় বাস ও ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে।