একাদশ শতাব্দীর বৈষ্ণব সাধক শ্রী রামানুজাচার্যের মূর্তি উন্মোচন করল ভারত। শনিবার হায়দরাবাদের কাছে রঙ্গারেড্ডি জেলায় পঞ্চধাতু দিয়ে তৈরি ২১৬ ফুট ভাস্কর্যটি উন্মোচন করেন।
হিন্দুস্তান টাইমস জানায়, ২১৬ ফুট উঁচু ভাস্কর্যের নাম স্ট্যাচু অফ ইকুয়ালিটি। ৪০ একর বিস্তৃত জায়গাজুটে স্থাপন করা হয়েছে এটি।
বসা অবস্থায় থাকা ভাস্কর্যগুলোর মধ্যে স্ট্যাচু অফ ইকুয়ালিটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। তাঁর এক হাজারতম জন্মবার্ষিকী উপলক্ষে এটি নির্মিত হয়েছে।
ভাস্কর্য তৈরিতে মোট ব্যয় প্রায় এক হাজার কোটি টাকা। এতে সোনা, রূপা, তামা, পিতল এবং টিন- এই পাঁচটি ধাতু ব্যবহার করা হয়েছে।
২০১৭ সালে এর কাঠামো নির্মাণ করা হয়। তবে বাকি নির্মাণ কাজ শেষ করতে চার বছর সময় লেগেছে। তিনতলা বিশিষ্ট ৫৪ ফুট কাঠামোর উপর নির্মিত একটি বিশাল পদ্মের উপর ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে।
এর দ্বিতীয় তলায় প্রায় তিন লক্ষ বর্গফুটের একটি মন্দির রয়েছে। সেখানে পুজার জন্য তাঁর ১২০ কেজি একটি সোনার মূর্তিও স্থাপন করা হবে। এছাড়াও একটি ডিজিটাল লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র রয়েছে।