• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভারতে ব্যাংক জালিয়াতির রেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৫:৪৭ পিএম
ভারতে ব্যাংক জালিয়াতির রেকর্ড

২৩ হাজার কোটি রুপির জালিয়াতির অভিযোগ উঠেছে ভারতের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এবিজি শিপইয়ার্ডের বিরুদ্ধে। বিবিসি জানায়, দেশটির ইতিহাসে সবচেয়ে বড় অর্থ কেলেঙ্কারি হিসেবে একে দেখা হচ্ছে।

গুজরাটের এই প্রতিষ্ঠান ভারতের বিভিন্ন ব্যাংকের সঙ্গে জালিয়াতি করে এই বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে। প্রতিষ্ঠানের প্রধান ঋষি কমলেশ আগরওয়ালের খোঁজ পাওয়া যাচ্ছে না এই অভিযোগ দাখিলের পর থেকেই। তবে ধারণা করা হচ্ছে, অনেক আগেই দেশ ছেড়ে পালিয়েছেন তিনি।

ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই জানায়, মোট ২৮টি ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার ৮৪২ কোটি রুপি ঠকিয়েছে এবিজি শিপইয়ার্ড। শনিবার এই মামলার এফআইআর দায়েরের পর তোলপাড় সৃষ্টি হয় ভারতজুড়ে।

তবে এই মামলার এফআইআর করতেও সিবিআই দুবছরের বেশি সময় নিয়েছে বলে অভিযোগ উঠছে। কংগ্রেসসহ বিরোধী দলগুলোর দাবি, নরেন্দ্র মোদি সরকারের উচ্চ পর্যায়ের দুর্নীতির ফলেই এত বড় আর্থিক কেলেঙ্কারি ঘটেছে।

এর আগে ভারতের হীরা ব্যবসায়ী নীরব মোদি ও মেহুল চোকসি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৪ হাজার রুপি ও শিল্পপতি বিজয় মাল্যিয়া বিভিন্ন ব্যাংকের সঙ্গে প্রায় ১০ হাজার কোটি রুপি আত্মসাৎ করেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!