• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ভারতে প্রজাতন্ত্র দিবসে বিদ্রোহী হামলার আশঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০২:১৬ পিএম
ভারতে প্রজাতন্ত্র দিবসে বিদ্রোহী হামলার আশঙ্কা

বুধবার সমগ্র ভারতে পালিত হতে যাচ্ছে প্রজাতন্ত্র দিবস। ঠিক এর আগেই দেশটির পূর্বাঞ্চলের তিন রাজ্যে দেখা দিয়েছে  বিদ্রোহীদের হামলার আতঙ্ক।

হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের গোয়েন্দা দফতর (‌আইবি)‌ রাজ্য পুলিশকে মাওবাদী হামলার আশঙ্কায় সতর্ক করেছে। রেল স্টেশনে ও ট্রেনেও হামলা হতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে।

বিহার ও ঝাড়খণ্ডে দীর্ঘদিন ধরে মাওবাদী গেরিলাদের আনাগোনা থাকলেও এবার পশ্চিমবঙ্গেও হামলার আশঙ্কা করা হচ্ছে। মাওবাদীরা হামলা করতে পারে তৃণমূল কংগ্রেসের নেতা, মোবাইল টাওয়ার, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ডেরাতেও। এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে গোয়ান্দা দফতরের পক্ষ থেকে।

রাজ্যের রেল পুলিশ ও জেলা পুলিশকে হামলার ব্যাপারে সতর্কবার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিহার এবং ঝাড়খণ্ডেও একই বার্তা দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, মাওবাদীরা ঝাড়গ্রাম–গিধনি, খড়্গপুর–আদ্রা, পুরুলিয়া–বিরামডি, পুরুলিয়া–মুড়ি, ঝালদা–বোকারো, সিউড়ি–অণ্ডাল রেলপথে হামলা করতে পারে।

যদিও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার দীর্ঘদিন ধরেই দাবি করেছে, এই রাজ্যে কোন বিদ্রোহী নেই। তবে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর কয়েকটি জেলায় মাওবাদীদের পোস্টার দেখা গেছে। এরপরই মাওবাদী কার্যকলাপের বিষয়ে নজরদারি চালাতে পুলিশকে নির্দেশ দেওয় হয়।

Link copied!