বিশ্বজুড়ে বাড়ছে ওমিক্রনের প্রকোপ। বড়দিনের ছুটিতে অনেক দেশেই সংক্রমণের হার বেড়েছে করোনার নতুন ধরনের প্রভাবে।
এদিকে ভারতে দৈনিক সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৫৭৮ জনে। এদের মধ্যে ১৫৬ জনের দেহেই ওমিক্রন ধরা পড়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানায়।
গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশে ৯ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। হিমাচল প্রদেশেও সংক্রমণের খবর পাওয়া গেছে।
সরকারি তথ্য অনুসারে, রোববার ভারতের ওমিক্রনের আক্রান্ত ছিল ৪২২ জন। ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী দেশটিতে বর্তমানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৭৮।
অন্যদিকে দিল্লিতে এক দিনে ৬৩ ও মহারাষ্ট্রে এক দিনে ৩৩ জনের ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে। সরকারি তথ্য অনুসারে, ভারতের সর্বোচ্চ ওমিক্রন আক্রান্ত অঞ্চল দিল্লিতে। রাজধানীতেই এ পর্যন্ত ১৪২ জনের দেহে সংক্রমণের খবর পাওয়া গেছে।
এছাড়া মহারাষ্ট্র মোট ওমিক্রন আক্রান্ত ১৪১, কেরালায় ৫৭, গুজরাটে ৪৯, রাজস্থানে ৪৩, তেলেঙ্গানায় ৪১, তামিলনাড়ুতে ৩৪ ও কর্ণাটকে ৩১টি ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে।
যদিও ওমিক্রন আক্রান্ত রোগীদের মধ্যে ইতিমধ্যেই ১৫১ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছে কেন্দ্র সরকার।