• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বুস্টার ডোজ নিলেই ৩০০ ইউরো উপহার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১, ১০:৪০ এএম
বুস্টার ডোজ নিলেই ৩০০ ইউরো উপহার

বিশ্বজুড়ে শঙ্কা বাড়াচ্ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এর মধ্যেই টিকা গ্রহণ নিশ্চিত করতে আরও তাগিদ দিচ্ছে বিভিন্ন দেশ। উন্নত দেশগুলো টিকা গ্রহণে পুরস্কারও ঘোষণা করছে।

সম্প্রতি ইউরোপের দেশ স্লোভাকিয়া সরকার দেশটির ষাটোর্ধ্ব নাগরিকদের করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণে পুরস্কার দেওয়া ঘোষণা দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৪৭ শতাংশ নাগরিক পূর্ণ ডোজ টিকা পেয়েছেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়,  স্লোভাকিয়ায় ষাটোর্ধ্ব নাগরিকরা করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণে পাবেন নগদ ৩০০ ইউরো (বাংলাদেশি টাকায় ২৯ হাজার ১৪২)। শুধু তা-ই নয়, টিকা রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন  ২০০ ইউরো (বাংলাদেশি টাকায় ১৯ হাজার ৪২৮)।

স্লোভাকিয়ার আগেও বিশ্বের বিভিন্ন দেশে করোনা টিকাগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়। অক্টোবর মাসে সুইজারল্যান্ডে কোভিড-১৯ টিকা নিলেই বিনা মূল্যে রেস্টুরেন্টে খাওয়ার সুযোগ দেন। সিনেমা দেখারও সুযোগ দেন বিনা মূল্যে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে টিকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিকে ১০০ ডলার নগদ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

Link copied!