চীনের বৃহত্তম শহর সাংহাইয়ে লকডাউন শুরুর পর বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম। অপরিশোধিত প্রতি ব্যারেল তেলের দাম ৪ দশমিক ৫০ ডলারের বেশি কমেছে।
সোমবার (২৮ মার্চ) থেকে সাংহাইয়ের পূর্বাংশে লকডাউন শুরু হয়ে ১ এপ্রিল পর্যন্ত থাকবে। আর আগামী শুক্রবার (১ এপ্রিল) থেকে নগরীর পশ্চিমাংশে লকডাউন শুরু হয়ে ৫ এপ্রিল পর্যন্ত থাকবে। এই পদ্ধতিতে শহরের একপাশে লকডাউন ও অপর পাশ খোলা থাকবে।
বিবিসি বলছে, চীনের বৃহত্তম শহরগুলোর একটি সাংহাই। শহরটি দেশের আর্থিক ও উৎপাদন কেন্দ্রের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই শহরে প্রায় আড়াই কোটি মানুষের বাস। অর্থনীতির অস্থিরতার কবলে পড়া এড়াতে এই শহরে লকডাউন না দিতে কর্তৃপক্ষ শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েছিল।
চীনে লকডাউন ঘোষণা দেওয়ার পরই তেলের দাম পড়তে শুরু করেছে। লকডাউনের প্রথম দিন সোমবার প্রাথমিক ট্রেডের সময় সাংহাই কম্পোজিট স্টকের সূচকের পতন হয়। পরে দিনের পরবর্তী সময়ে সূচকের ঊর্ধ্বগতিতে বেশির ভাগ ক্ষতি পুনরুদ্ধার হয়।
বিশ্ববাজারে তেলের মূল্যের একটি সূচক ব্রেন্ট। তাদের অপরিশোধিত তেলের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিগুলো ৪ শতাংশ হ্রাস পেয়েছে। এতে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ দশমিক ৮০ ডলারে স্থির হয়েছে। তবে এই পতন সত্ত্বেও আগের চেয়ে খুব বেশি কমেনি তেলের মূল্য। এক বছর আগেও তেলের মূল্য যা ছিল, এখনো তার চেয়ে ৮০ শতাংশ বেশি।
এদিকে সাংহাই স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনসাধারণকে শহরের মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমর্থন করতে হবে। বাসিন্দাদের বাড়িতে থাকতে হবে। লকডাউন নিশ্চিত করার জন্য কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। শহর বন্ধ রেখে ব্যাপকভাবে করোনা পরীক্ষা করা হবে।
দুই বছর আগে করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে এটিই চীনের বৃহত্তম লকডাউন।