প্রতিদিনই ভারতে বাড়ছে করোনা সংক্রমণ। এরই মধ্যে ২৭টি রাজ্যে শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন।
এদিকে দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে ৪২জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। হিন্দুস্তান টাইমস জানায়, সোমবার বিজেপির শীর্ষ পর্যায়ের কমিটির বৈঠক হয়। এর আগে অফিসের একেবারে সবার করোনা পরীক্ষা করা হয়।
আক্রান্তদের বেশিরভাগই জীবাণুমুক্তকরণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। তাদের সবাইকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এরপর বিজেপির দিল্লির কার্যালয় জীবানুমুক্ত করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে ভারতে করোনার প্রকোপ বাড়ায় যে কোনও বড় সমাবেশের আগেই কর্মীদের করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ীই সোমবার সবার পরীক্ষা করা হয়।
উত্তর প্রদেশ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছে বিজেপি। মঙ্গলবার ও বুধবারও দলীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও করোনায় আক্রান্ত হন। পাশাপাশি কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোম্মাই, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অনেক শীর্ষ নেতাই করোনায় আক্রান্ত হয়েছেন।