ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৫ জন।
হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার রাত ১২টার দিকে বাসটি চিত্তুরের ভাকারাপেটেপাহাড় থেকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক।
হতাহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জন্য চালকের অসাবধানতাকেই দায়ী করেছে পুলিশ।
তিরুপতির পুলিশ সুপার বলেন, “চালকের অবহেলার কারণেই বাসটি পাহাড় থেকে ছিটকে পড়েছে। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
বাসটি অনন্তপুর জেলার ধর্মভরম থেকে ৫২ জন যাত্রী নিয়ে একটি অনুষ্ঠান থেকে ফিরছিল বলে জানা গেছে। চিত্তুরের নাগরির কাছ দিয়ে যাওয়ার সময় পাহাড় থেকে ছিটকে আদুপুতপ্পি উপত্যকায় পড়ে যায়।
খবর পেয়েই উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। উপত্যকাটি ৫০ ফুট গভীর হওয়ায় শুরুতে উদ্ধার অভিযান ব্যাহত হয়। পরে জীবিতদের দড়ি দিয়ে উপরে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।