• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

নতুন সুপারসনিক মিসাইল পরীক্ষায় সফল ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০৮:৪৩ পিএম
নতুন সুপারসনিক মিসাইল পরীক্ষায় সফল ভারত

প্রতিরক্ষা ক্ষমতা আরও এক ধাপ এগিয়ে নিল দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারত। বৃহস্পতিবার সফলভাবে নতুন সুপারসনিক মিসাইল তথা শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি।

হিন্দুস্তান টাইমস জানায়, ওড়িশা উপকূল থেকে ব্রহ্মস সুপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালানো হয়েছে। এটি মূলত আগের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের আধুনিক সংস্করণ। এতে প্রযুক্তিগত বেশ কিছু আপডেট যুক্ত করা হয়েছে।

২০০৫ সালে ভারত ও রাশিয়া যৌথ উদ্যোগে ব্রহ্মস মিসাইল উৎপাদন শুরু করে। এটি ভারতের সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র।

ভারতীয় নৌবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থায় বাড়তি সুরক্ষা দেবে এই মিসাইল – এমনটাই আশা ভারতীয় সামরিক বাহিনীর। নতুন প্রযুক্তিতে এটি আগের চাইতে বেশি শক্তিশালী হয়েছে উল্লেখ করেছে হিন্দুস্তান টাইমস।

ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়েও দ্রুত গতিতে ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যেবস্তুতে আঘাত হানতে সক্ষম। সম্প্রতি ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ভারতের কাছ থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার জন্য চুক্তি করেছে।

Link copied!