দীর্ঘদিন ক্যামেরার আড়ালে থাকার পর বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের স্ত্রী ও তার খালা। মহামারি শুরুর পর কিমের পরিবার সদস্যদের খুব বেশি জনসমক্ষে আসতে দেখা যায়নি।
রয়টার্স জানায় রাজধানী পিয়ংইয়ং এর মানসুদাই আর্ট থিয়েটারে চন্দ্র নববর্ষ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কিমের স্ত্রী রি সল জু ও খালা কিম কিয়ং হুই।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, বুধবার স্ত্রীকে নিয়ে কিম জং উন আর্ট থিয়েটারের অডিটরিয়ামে উপস্থিত হওয়ার পর উপস্থিত সবাই তাদের স্বাগত সমস্বরে জানান। এ সময় মাইকেও স্বাগত সংগীত বাজানো হয়।
এ সময় রি সোলের পরনে ছিল লাল ও কালো রঙের ঐতিহ্যবাহী কোরীয় পোশাক। ভিডিওতে তাকে স্বামী কিমের সঙ্গে হাস্যোজ্বলভাবে কথা বলতেও দেখা যায়। পরে স্টেজে উঠে চিত্রশিল্পীদের সঙ্গে ছবি তোলেন এই জুটি।
শেষবার ৯ সেপ্টেম্বর প্রকাশ্যে দেখা গিয়েছিল রি-কে। সে সময় স্বামীর সঙ্গে কুমসুসান প্রাসাদ পরিদর্শনে গিয়েছিলেন তিনি।