ভারতের প্রধান প্রশাসনিক অঞ্চল দিল্লি ও পাঞ্জাব রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ের পর এবার পশ্চিমবঙ্গে কার্যক্রম শুরু করতে যাচ্ছে আম আদমি পার্টি (আপ)। হিন্দুস্তান টাইমস জানায়, রোববার থেকেই সাদা টুপি আর ঝাড়ু প্রতীকের দেখা মিলেছে তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্যে।
আপের সদস্য সংগ্রহ অভিযানও শুরু হয়েছে। মালদায় আনুষ্ঠানিকভাবে অফিস খুলেই চলছে সদস্য সংগ্রহ। এমনকী ফোন করেও সদস্য সংগ্রহ ও প্রচার অভিযান চলছে পশ্চিমবঙ্গে।
দিল্লির মুখ্যমন্ত্রী ও আপের প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়ালের ছবিও দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। তবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেজরিওয়ালের সখ্যতা দেখা গেলেও পাঞ্জাবের নির্বাচনের পর দুই দলের সম্পর্ক কোন দিকে মোড় নিবে তাই নিয়ে চলছে নানান আলোচনা।
এরই মধ্যে পঞ্চায়েত নির্বাচনে সারা পশ্চিমবঙ্গে আপের প্রার্থী থাকবে বলে জানিয়েছেন দলের মালদা জেলার সভাপতি অনিমেষ সাহা। তবে দিল্লির রাজনীতির সঙ্গে সেখানকার তুলনা করতে চান না তিনি। অরবিন্দ কেজরিওয়াল শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী বলেই সংগঠন মজবুত করতে সদস্য সংগ্রহ অভিযান চালাচ্ছেন বলে উল্লেখ করেছেন এই নেতা।