পশ্চিমবঙ্গের রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূল নেতাকে হত্যা ও অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর থমথমে গোটা এলাকার পরিবেশ। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তিন সদস্যের তদন্তকারী দল।
প্রত্যক্ষদর্শী আর গ্রামবাসীদের বক্তব্যে বেরিয়ে আসছে ঘটনার বিস্তারিত তথ্য। অনেকেই দাবি করছেন, মৃত তৃণমূল নেতা ভাদু শেখের অনুগামীরা তার হত্যাকাণ্ডের পর গ্রামে আগুন দিয়েছে। আর মৃতের স্বজনেরা দাবি করছেন, প্রথমে ৮ গ্রামবাসীকে হত্যা করা হয়। পরে ডিজেল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতকারীরা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে এসব তথ্য জানা গেছে।
রামপুরহাটের তৃণমূলের সভাপতি আনারুল হোসেন এ ঘটনায় জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করা হচ্ছে। যদিও এসব দাবি নাকচ করে তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। সিসিটিভিতে ফুটেজের প্রমাণের কথাও উল্লেখ করেছেন তিনি।
হিন্দুস্তান টাইমস জানায়, সোমবার রাতে রামপুরহাট তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন হন।
এরপর ওই গ্রামে তাণ্ডব চালায় দুষ্কৃতকারীরা। একাধিক বাড়িতে আগুন দেয় তারা। এছাড়া সারা রাত ধরে এলাকায় বোমা ফাটানো হয়।
মঙ্গলবার ফায়ার সার্ভিসের বিবৃতিতে জানানো হয়, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী।