পাকিস্তানি তালেবানের আস্তানায় অভিযান চালাতে গিয়ে চার সেনা নিহত হয়েছে। শুক্রবার দেশটির সেনাবাহিনী জানায়, আফগানিস্তান সীমান্তের কাছে তালেবানের একটি শক্ত ঘাঁটিতে দুটি আস্তানায় অভিযান চালিয়েছে তারা।
আল-জাজিরা জানায়, ডিসেম্বরের শুরুতে যুদ্ধবিরতি প্রত্যাহারের পর পাকিস্তানি তালেবানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা এটি। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, প্রথম অভিযানটি উত্তর-পশ্চিমের ট্যাঙ্ক জেলায় চালানো হয়, এতে দুই তালেবান যোদ্ধা নিহত হয়।
উত্তর ওয়াজিরিস্তান জেলায় আরেকটি অভিযান চালানো হয়। যুদ্ধে চার পাকিস্তানি সেনা মারা যাওয়ার আগে একজন তালেবান যোদ্ধাকে আটক করে সেনাবাহিনী।
খবরে জানা গেছে উত্তর ওয়াজিরিস্তানের মীর আলি শহরে সন্দেহজনক আস্তানায় অভিযান চালানোর সময় ব্যাপক গুলি বিনিময় হয়। সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, সেখান থেকে অস্ত্র ও গোলাবারুদসহ একজন তালেবান সন্ত্রাসীকে আটক করা হয়েছে। উভয় অভিযানের সময়ই সৈন্যরা প্রচুর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে।
আফগানিস্তানের তালেবানদের সঙ্গে সম্পৃক্ত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বছরখানেক ধরেই সরকারের বিরোধ চলছে। আগস্টে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা দখলের পর আরও বেপরোয়া হয়ে উঠেছে পাকিস্তানি তালেবান নামে পরচিত এসব সন্ত্রাসীরা।