• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চতুর্থ দফা বৈঠকে ইউক্রেন-রাশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০২:২৯ পিএম
চতুর্থ দফা বৈঠকে ইউক্রেন-রাশিয়া

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর তিন দফায় বৈঠক করেছে দুপক্ষ। তবে এখনও পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি তারা।

এদিকে বিবিসি জানিয়েছে, সোমবার নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে দুদেশের প্রতিনিধি দল। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কোর জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চতুর্থ দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগের বৈঠক শেষে ইউক্রেনের আলোচক মাইখাইলো পোডোলিয়াক বলেছিলেন, তাদের আলোচনা ‘গঠনমূলক’ ছিল। সেই হিসেবে এখন পর্যন্ত পরিস্থিতির সবচেয়ে কার্যকর অগ্রগতি দেখা গেছে তৃতীয় বৈঠকেই। আর তাই চতুর্থ দফায় বড় ধরণের কূটনৈতিক অগ্রগতির আশা করছেন সবাই।

অনলাইনে এক ভিডিওতে পোডোলিয়াক বলেন, “রাশিয়া ইতিমধ্যে গঠনমূলকভাবে কথা বলতে শুরু করেছে। আমি মনে করি, আমরা কিছু দিনের মধ্যে আক্ষরিক অর্থে ফলাফল অর্জনে সফল হব।”

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেও সোমবার একটি পৃথক সভা অনুষ্ঠিত হবে। মস্কোর জন্য বেইজিংয়ের সামরিক ও আর্থিক সাহায্য পাঠানোর সম্ভাবনার মাঝেই আলোচনায় বসছে দুপক্ষ।

Link copied!