• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘ক্ষমতায় এলে ক্যাপিটল হিলে হামলাকারীদের ক্ষমা করে দিব’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ১০:৪০ পিএম
‘ক্ষমতায় এলে ক্যাপিটল হিলে হামলাকারীদের ক্ষমা করে দিব’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় এলে ৬ জানুয়ারির হামলায় অভিযুক্তদের ক্ষমা করে দিবেন তিনি। অবশ্য তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন কি না, তা নিশ্চিত করে বলেননি।

রয়টার্স জানায় টেক্সাসের কনরোতে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেছেন, “যারা আমাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করছে তাদের উদ্দেশ্যে বলছি, আমি যদি আবার নির্বাচন করি এবং জিতে যাই, তাহলে আমরা ৬ জানুয়ারি অভিযুক্তদের সঙ্গে ন্যায় বিচার করব। যদি ক্ষমার প্রয়োজন হয় তবে আমরা তাদের ক্ষমা করব। কারণ তাদের সাথে এখন অন্যায় করা হচ্ছে।”

২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারী বাইডেনের বিজয় ঘোষণার প্রাক্বালে ট্রাম্পের হাজার হাজার সমর্থক পার্লামেন্টের ক্যাপিটলে হিল ভবনে হামলা চালায়। ১৮১২ সালের যুদ্ধের পর মার্কিন কংগ্রেসে এরকম হামলার নজির নেই।

নির্বাচনে পরাজয়ের পর জালিয়াতির অভিযোগ তোলেন ট্রাম্প। তার উস্কানিতেই, সমর্থকেরা কংগ্রেসে আক্রমণ করে বাইডেনের বিজয়ের ঘোষণা আটকে দিতে চেয়েছিল।

৭০০ জনেরও বেশি ট্রাম্প সমর্থক এই হামলায় যোগ দিয়েছিল বলে অভিযোগ আছে। এই হামলায় একজন পুলিশ অফিসার ঘটনার পর দিন মারা যান। ক্যাপিটল হিলের আরও চারজন প্রহরী পরে আত্মহত্যা করেন।

ট্রাম্প সমর্থকদের ঘন্টাব্যাপী তাণ্ডবে প্রায় ১৪০ জন পুলিশ কর্মকর্তা আহত হন। চার হামলাকারীও মারা যায় এই ঘটনায়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!