• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

কলকাতা বন্দরে হেলে পড়েছে বাংলাদেশি কার্গো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ১১:৩৯ এএম
কলকাতা বন্দরে হেলে পড়েছে বাংলাদেশি কার্গো

ভারতের কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে একটি জেটিতে মেরিনট্রাস্ট-১ নামের একটি বাংলাদেশি জাহাজ হেলে পড়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) মালামাল বোঝাই করার সময় জাহাজটি হেলে পড়ে।

এ ঘটনায় ১৫টি কন্টেইনার ডুবে গেছে ও আরও ১০টি কন্টেইনার পানিতে ভাসছে। এ ঘটনায় অবশ্য হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন ফরিদুল আলম গণমাধ্যমকে জানান, স্থানীয় সময় সকাল ৯টায় এসপিএম বন্দরের ৫ নম্বর জেটিতে এ ঘটনা ঘটে। বন্দর কর্তৃপক্ষ জাহাজটি উদ্ধারের চেষ্টা করছে।

মেরিনট্রাস্ট-১ কার্গো জাহাজটি ২০১৮ সালে নির্মিত হয়। জাহাজটি ২০ মার্চ কলকাতা থেকে পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ছেড়ে যায়। শুক্রবার জাহাজটি চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিল। 

Link copied!