• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

করাচিতে বিস্ফোরণে নিহত ১১, আহত ১৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৫:৪৩ পিএম
করাচিতে বিস্ফোরণে নিহত ১১, আহত ১৩

পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে করাচির শেরশাহ এলাকার পারাচা চকের কাছে এই বিস্ফোরণ ঘটে।

স্থানীয় হাসপাতালের চিকিৎসকদের বরাতে এই খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। একটি বেসরকারি ব্যাংকের নিচে ড্রেনের মধ্যে এই বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণে ব্যাংকের ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ভবনের নিচের নালায় জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটে।

করাচির জেলা প্রশাসক মুর্তজা ওয়াহাব বলেন, বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, নর্দমাটি পরিষ্কার করার জন্য ওই ভবনটি খালি করার নোটিশ দিয়েছিল কর্তৃপক্ষ। তবে বাসিন্দারা সরে যাওয়ার আগেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

করাচির পুলিশ কর্মকর্তা জাফর আলী শাহ জানান, ব্যাংক ভবনটির পাশে একটি পেট্রল পাম্প রয়েছে। বিস্ফোরণে পাম্পটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Link copied!