• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিস্ফোরণে কেঁপে উঠল কিয়েভ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ১০:৫৯ এএম
বিস্ফোরণে কেঁপে উঠল কিয়েভ

যুদ্ধের দামামা বেজে উঠেছে ইউক্রেন-রাশিয়া সীমান্তে। বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পূর্ব ইউক্রেনে অবস্থানরত ইউক্রেনিয়ান সেনাদের অস্ত্র ত্যাগের নির্দেশ দিয়েছেন পুতিন।

এদিকে পুতিনের ঘোষণা পরপরই ইউক্রেনের রাজধানী কিয়েভসহ কয়েকটি স্থানে বিস্ফোরনের খবর পওয়া গেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার পুরোদমে হামলা শুরু করেছে।

প্রত্যক্ষ্যদর্শীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কিয়েভে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানীর পাশাপাশি দোনেৎস্ক ও ক্রামতোর্স্কে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিবিসি জানায়, রাশিয়ার সামরিক পদক্ষেপের কড়া জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযানের জন্য চমর মূল্য দিতে হবে রাশিয়াকে। 

এ বিবৃতিতে বাইডেন বলেন, রাশিয়ার এই পদক্ষেপ ইউক্রেনে মৃত্যু মিছিল ডেকে আনবে। আর তার জন্য গোটা বিশ্ব দায়ী মানবে রাশিয়াকেই।

বাইডেন বেশ স্পষ্ট করেই জানিয়ে দেন ইউক্রেনে যে ভাবে বিনা প্ররোচনায় এবং অকারণে সেনা অভিযানের ঘোষণার করেছে রাশিয়া, তার মূল্য পুতিনকে দিতে হবে।

হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার যে কোনো সময় বাইডেন আমেরিকার নাগরিকদের উদ্দেশে একটি বার্তা দেবেন। 

Link copied!