• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

এইচআইভি এইডস মুক্ত হলেন প্রথম নারী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ১১:৩০ এএম
এইচআইভি এইডস মুক্ত হলেন প্রথম নারী

যুক্তরাষ্ট্রে লিউকেমিয়ায় আক্রান্ত একজন রোগীর দেহে স্টেম সেল প্রতিস্থাপনের পর তিনি এইচআইভি এইডস রোগ থেকে সেরে উঠেছেন। গবেষকরা দাবি করছেন, এইডস থেকে নিরাময় হওয়া প্রথম নারী ও তৃতীয় ব্যক্তি তিনি।

ডেনভার শহরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তারা। বিবিসি জানায়, আগে থেকেই আক্রান্ত নারীর লিউকেমিয়ার চিকিৎসা চলছিল। এসময় অন্য এক ব্যক্তির কাছ থেকে তাঁর দেহে থেকে স্টেম সেল সংগ্রহ করে তার অস্থিমজ্জায় প্রতিস্থাপন করা হয়।

দাতার রক্তে স্বাভাবিকভাবেই এইডস সৃষ্টিকারী ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা ছিল। যার ফলে ঐ নারীর দেহেও এইডস প্রতিরোধী বৈশিষ্ট্য দেখা দেয়।

গত ১৪ মাস ধরে এইচআইভি ভাইরাসমুক্ত আছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, স্টেম সেল প্রতিস্থাপন পদ্ধতিটি নাভির সঙ্গে জড়িত ও বেশ ঝুঁকিপূর্ণ। তবে চিকিৎসার পর প্রয়োজনীয় অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি নেওয়ার প্রয়োজন হয়নি তাঁর।

মঙ্গলবার এইচআইভি থেকে সুস্থ হওয়া প্রথম নারী হিসেবে এই রোগীর বিস্তারিত সামনে গবেষকরা। এই পদ্ধতিকে এইচআইভি চিকিৎসায় এ পর্যন্ত উদ্ভাবিত সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসাবে দাবি করছেন তারা।

Link copied!