ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশের একটি নাইটক্লাবে সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এছাড়া বাকিরা ক্লাবে আগুন লাগার পর ভেতরে আটকে পড়ে মারা যান।
কর্মকর্তারা জানান, সোরং শহরের ডাবল ও ক্লাবে এই অগ্নিকাণ্ড হয়। এ সময় দুই পক্ষ ছুরি ও তির নিয়ে সংঘর্ষে জড়ায় বলে জানা গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়।
পশ্চিম পাপুয়ার অন্যান্য এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের আধিপত্য থাকলেও সংঘর্ষকারীরা তাদের দলের কেউ নয় বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের একজন মুখপাত্র স্থানীয় মেট্রো টিভিকে বলেন, “শহরের স্থানীয় যুবকদের মধ্যে এমন মারামারির ঘটনা স্বাভাবিক। তবে এত বেশিসংখ্যক মানুষের মৃত্যুর ঘটনা এটিই প্রথম।”
পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার রাত ১১টায় নাইটক্লাবে সহিংস সংঘর্ষ শুরু হয়। পরে তারা ঘটনাস্থল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ততক্ষণে গোটা ভবনে আগুন ছড়িয়ে পড়ে এবং একতলা থেকে অনেকখানি অংশ পুড়ে যায়।