• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনে ফের রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৪:২৪ পিএম
ইউক্রেনে ফের রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনে আবারও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এ হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলে একটি জ্বালানি ও লুব্রিকেন্টের গুদাম ধ্বংস হয়ে গেছে।

রোববার (২০ মার্চ) এ হামলা চালানো হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রনের দক্ষিণাঞ্চলের কস্তিয়ান্তিনিভকা ও মাইকোলাইভ অঞ্চলের কাছাকাছি এই ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ইউক্রেন সেনাদের একটি জ্বালানি ও লুব্রিকেন্টের গুদাম ধ্বংস হয়ে গেছে।

এদিকে গতকাল (১৯ মার্চ) ইউক্রেনে প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা স্বীকার করে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনীর সরঞ্জামাদি রাখার এক গুদামে এ হামলা চালানো হয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আগ্রাসন শুরুর পর এ নিয়ে দুইবার ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করল রুশ সামরিক বাহিনী।

রুশ সামরিক বাহিনী বলছে, হামালা চালানো ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার তৈরি। এটির নাম কেএইচ-৪৭এম২। এটি দিয়ে ২ হাজার কিলোমিটারের বেশি দূরে লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব।

পশ্চিম ইউক্রেনে আঘাত করা রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত গতিসম্পন্ন। এ অস্ত্র প্রতি সেকেন্ডে এক মাইল দূরত্ব অতিক্রম করতে সক্ষম।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!