• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেন সীমান্তে যুদ্ধের প্রস্তুতি, উত্তেজনা বাড়ছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ১১:৩০ পিএম
ইউক্রেন সীমান্তে যুদ্ধের প্রস্তুতি, উত্তেজনা বাড়ছে

‘যেকোনো সময়’ রাশিয়া আক্রমণ চালাতে পারে এমন আশঙ্কায় প্রস্তুতি নিতে শুরু করেছে ইউক্রেন। রুশ হামলা ঠেকাতে দেশটিকে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

বিবিসি জানায়, ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের উপস্থিতির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র দেশটিতে সাড়ে আট হাজার মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে রুশ সরকার।

ইউক্রেনে পশ্চিমা জোট ন্যাটোর সেনা মোতায়েনের জেরে মঙ্গলবার সীমান্তে সামরিক তৎপরতা আরও বাড়িয়েছে মস্কো। রুশ গুপ্তচররা ইউক্রেনের ভেতরে ঢুকে যুদ্ধের বার্তা দিচ্ছে বলেও অভিযোগ আছে পশ্চিমা দেশগুলোর। তবে রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ইন্ধন জোগানোর অভিযোগ করেছেন। তিনি জানান, রাশিয়া মার্কিন পদক্ষেপ উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

এর আগে রাশিয়ার আগ্রাসনের আশঙ্কায় ইউক্রেন থেকে নিজ নিজ দেশের নাগরিক প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। রাশিয়া আক্রমণ চালাতে পারে এমন বার্তা দিয়ে দূতাবাসের কর্মীদের সতর্ক করেছে দুই দেশের সরকার।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!