সৌদি আরবের দক্ষিণে জাযান এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। তবে তার পরিচয় জানা যায়নি।
এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দেশটিতে হামলা চালাতে সক্ষম হলো বিদ্রোহীরা। যদিও সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা যেকোনো হুমকি মোকাবেলায় ও জনগণকে আক্রমণ থেকে রক্ষায় প্রস্তুত আছে। হামলা প্রতিহত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, দেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ক্ষেপণাস্ত্র হামলায় একজন বাংলাদেশি ও একজন সুদানি নাগরিক আহত হন। এ ঘটনায় একটি ওয়ার্কশপ ও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাত বছর ধরে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে ইয়েমেন সরকার। এতে সরকারি বাহিনীকে সামরিক সহায়তা দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট, যার অন্যতম সদস্য সংযুক্ত আরব আমিরাত।
হুতির বিদ্রোহীদের এক মুখপাত্র হামলার দায় স্বীকার করেন। বিদ্রোহীদের টেলিভিশন চ্যানেল আল মাসিরাহতে বলা হয়, কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণা করবে তারা।
এর আগে গত সোমবার আবুধাবি বিমানবন্দরের পাশে মুসাফ্ফাহত আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির কাছে হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এ সময় তেল সংরক্ষণ কেন্দ্রে তিনটি ট্যাংকারে বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। নিহত হয় তিনজন।