• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

২৮ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীর ব্রিটেনে প্রবেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ০৩:২৩ পিএম
২৮ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীর ব্রিটেনে প্রবেশ

ফ্রান্স থেকে ব্রিটেনে প্রবেশের জন্য অভিবাসনপ্রত্যাশীরা গত বছর রেকর্ড তৈরি করেছেন। ছোট ছোট নৌকায় করে ২৮ হাজারের বেশি লোক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন।

সরকারি তথ্যের ওপর ভিত্তি করে বার্তা সংস্থা পিএ মঙ্গলবার (৪ জানুয়ারি) এ কথা জানায়।

সূত্র জানায়, গত বছর অন্তত ২৮ হাজার ৩৯৫ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করেছে। ২০২০ সালের তুলনায় এ সংখ্যা প্রায় তিন গুণ।

আবহাওয়া অনুকূল থাকায় নভেম্বরে সবচেয়ে বেশি অভিবাসনপ্রত্যাশী চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করেন। কেবল ১১ নভেম্বর এক দিনে পাড়ি দিয়েছে ১ হাজার ১৮৫ জন, যা এ যাবৎকালের রেকর্ড।

ইউরোপের মূল ভূখণ্ড থেকে অধিকসংখ্যক অভিবাসনপ্রত্যাশীর ব্রিটেনে প্রবেশ নিয়ে রাজনৈতিক সংকটে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া এ নিয়ে ফ্রান্সের সঙ্গেও ব্রিটেনের টানাপোড়েন চলছে।

Link copied!