ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ করলে যুদ্ধ থামবে: বারলুসকোনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ০২:৩৭ পিএম
ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ করলে যুদ্ধ থামবে: বারলুসকোনি

সিলভিও বারলুসকোনি ইতালির সাবেক প্রধানমন্ত্রী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেশ ঘনিষ্ঠ হিসেবে তার পরিচিতি আছে। এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ বাতলে দিয়েছেন তিনি।

সম্প্রতি সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন, কিয়েভ ও মস্কোর মধ্যে সংঘাত বন্ধ করতে হলে পশ্চিমা দেশগুলোর উচিত ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করা। বারলুসকোনির মতে, এই পথেই হতে পারে সংঘাতের শান্তিপূর্ণ সমাধান এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করলেই মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনা হতে পারে।

তিনি বলেন, “সাহায্যের ওপর ভিত্তি করে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। এই বিষয়টি উপলব্ধি করতে পারলে মস্কোর সাথে যেকোনো ধরনের চুক্তিতে যেতে পারবে জেলেনস্কি।”

এর আগে আরেকটি বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসেন বারলুসকোনি। তিনি বলেছিলেন, পুতিনকে যুদ্ধে ঠেলে দেওয়া হয়েছে। রাশিয়ায় নতুন সরকার আনতেই পুতিনকে যুদ্ধে জড়াতে বাধ্য করা হয়েছে বলে মনে করেন ইতালির সাবেক এই প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!