• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

গুয়েতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৩, ০৫:১৬ পিএম
গুয়েতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

গুয়েতেমালায় আমেরিকার সবচেয়ে সক্রিয় ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে আশপাশের এলাকায় ছাইয়ের ঘন মেঘ ছড়িয়ে পড়েছে। এর জন্য দেশটির কর্তৃপক্ষ ১ হাজারের বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে।

শুক্রবার (৫ মে) ভারতীয় বার্তাসংস্থা এএনআই এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

নাগরিক সুরক্ষা কর্মকর্তা অস্কার কসিও বলেন, “আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে পাঁচ সম্প্রদায়ের ১ হাজার ৫৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রয়োজনে আরও মানুষকে সরানো হবে।”

গুয়াতেমালার বিপর্যয় কেন্দ্র জানিয়েছে, আগ্নেয়গিরিটির নাম ‘ফুয়েগো’, যা স্প্যানিশ ভাষায় ‘আগুন’। উচ্চ তাপসহকারে আগ্নেয়গিরিটি প্রতিনিয়ত গ্যাস, ছাই এবং পাথরের খন্ড প্রচণ্ড গতিতে বাইরে বের করে দিচ্ছে। যা দ্রুতগতিতে নীচের দিকে নেমে আসছে।

পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। অগ্ন্যুৎপাতের কারণে ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে। ৩ হাজার ৭৬৩ মিটার লম্বা আগ্নেয়গিরিটি গড়ে প্রতি চার থেকে পাঁচ বছর পর অগ্নুৎপাত ঘটায়।

২০১৮ সালে অগ্ন্যুৎপাতের ফলে ২১৫ জনের মৃত্যু হয়।

Link copied!