• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মার্কিন সেনাদের ইরাক ছাড়তে হুমকি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩, ০১:৪৪ পিএম
মার্কিন সেনাদের ইরাক ছাড়তে হুমকি
ইরাকের ইরবিল শহরের বিমানবন্দরের মার্কিন সেনাঘাঁটিতে মঙ্গলবার রাতে ড্রোন হামলা হয়। ফাইল ছবি

ইরাকের ইসলামিক রেজিসট্যান্ট গোষ্ঠী, যারা ইরান সমর্থিত তারা মার্কিন সামরিক বাহিনীকে সতর্ক করে বলেছে, অবিলম্বে ইরাক ছেড়ে না গেলে ওই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে। বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

কয়েক দিন ধরে সিরিয়া ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে রকেট ও ড্রোন হামলা হয়েছে। এর মধ্যে বেশির ভাগ হামলার দায় স্বীকার করেছে  ইরাকের ইসলামিক রেজিসট্যান্স গোষ্ঠী। এই গোষ্ঠীকে ইরানের সঙ্গে সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠী বলে মনে করে থাকেন বিশ্লেষকরা।

হামলাকারীরা জানিয়েছে, ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের জবাবেই মার্কিন বাহিনীর বিরুদ্ধে তাদের এই হামলা ও আল্টিমেটাম।

একই সঙ্গে এটি গাজায় হামাসের বিরুদ্ধে চলা ইসরায়েল যুদ্ধে জড়িয়ে না পড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতি একটি সতর্কবার্তা বলেও জানা গোষ্ঠীটি।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘এটি তাদের (যুক্তরাষ্ট্র) জন্য কেবল একটি সতর্কবার্তা। চূড়ান্ত পদক্ষেপ এখনো বাকি।’

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল যদি স্থলপথে গাজায় আগ্রাসন চালায়, তাহলে তারা যেন ‘জর্ডানের সঙ্গে সীমান্তে সতর্ক নজর রাখে।’ এ বিষয়ে বিবৃতিতে বিস্তারিত আর কিছু বলা হয়নি। সূত্র-এপি

Link copied!