যুক্তরাষ্ট্রের শিকাগোয় ওয়াদিয়া আল-ফাইয়ুমি (৬) নামের ফিলিস্তিনি বংশোদ্ভূত শিশুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই শিশুর মা হান্নান শাহিন (৩২)। এ ঘটনায় জোসেফ কসুবা (৭১) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
পুলিশ জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের প্রতিক্রিয়া হিসাবে ও ধর্মীয় বিশ্বাসের কারণে ওই ব্যক্তি ছোট্ট শিশু ও তার মায়ের ওপর হামলা চালান।
শিকাগো শহরতলীর উইল কাউন্টি শেরিফের কার্যালয় রোববার এক বিবৃতিতে বলেছে, “ওই মা ও শিশু মুসলিম হওয়ায় এবং হামাস ও ইসরায়েলিদের সঙ্গে চলমান সংঘাতের কারণে তাদের ওপর ওই ব্যক্তি হামলা চালান বলে গোয়েন্দারা অনুসন্ধানে জানতে পেরেছেন।”
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার শিকাগো শহর থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নিজ বাড়িতে ছুরিকাঘাতের শিকার হন মা ও শিশুপুত্র।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মিলিটারি স্টাইলের ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। শিশুর শরীরে ২৬ বার ছুরিকাঘাত করার চিহ্ন রয়েছে। অন্যদিকে তার মাকে ১২ বারের অধিক ছুরিকাঘাত করা হয়েছে।