• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

যুক্তরাষ্ট্রে চুরি করা বিমান দিয়ে হামলার হুমকি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ০৪:১৭ পিএম
যুক্তরাষ্ট্রে চুরি করা বিমান দিয়ে হামলার হুমকি

১০-১১ জন বসতে পারে এমন ছোট একটি বিমান চুরি করে আকাশে উড়াতে শুরু করেন মার্কিন নাগরিক করি ওয়েন পিটারসন। পরে উড়ন্ত অবস্থায় আকাশ থেকেই কল করেন ইমার্জেন্সি নাম্বার ৯১১-এ।

ফোনে তিনি বিমানটি দিয়ে ওয়ালমার্টের একটি দোকানে হামলা করার হুমকি দেন।  

বিবিসি জানায়, পুলিশ ওই ব্যক্তির সাথে ফোনে কথা বলে সময় ক্ষেপণ করার চেষ্টা করছিল। আর দ্রুত মিসিসিপি অঙ্গরাজ্যের টুপেলো এলাকার ওই দোকানটির চারপাশ থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নেয়।

চুরি করা ওই বিমানটি প্রায় চার ঘন্টা উড়ানোর পর দোকানটির পাশের একটি মাঠে অবতরণ করেন পিটারসন। তখন পুলিশ তাকে চুরি ও সন্ত্রাসী হুমকির দায়ে আটক করে।

পুলিশ জানায়, পিটারসন স্থানীয় একটি এয়ারপোর্টে চাকরি করেন। বিমান চালনার প্রাথমিক বিষয়াদি জানতেন তিনি। তবে তার বিমান চালানোর লাইস্যান্স ছিল না।

সকাল ৫ টার দিকে বিমানটি চুরি করে এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছিলেন ওই ব্যক্তি।

 

Link copied!