দীর্ঘ ৮ দিনেও উদ্ধার করা যায়নি ভারতের উত্তরাখন্ডের টানেলে আটকে থাকা ৪০ শ্রমিককে। ভুমি ধ্বসে উদ্ধার কাজ বন্ধ হয়ে গেলে নতুন কৌশলে উদ্ধার অভিযানের সিদ্ধান্ত নেন প্রকৌশলীরা।
রোববার (১৯ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
জানা যায়, টানেলে আটকে পরা শ্রমিকদের উদ্ধারে বিকল্প পরিকল্পনার ওপর জোর দিচ্ছেন উদ্ধারকর্মীরা। তারা এতদিন সামনের দিক থেকে খুঁড়ে টানেলের দিকে এগোনোর চেষ্টা করছিলো। কিন্তু সেটিকে পরিবর্তন করে এখন ওপরের দিক থেকে খোঁড়ার পরিকল্পনা করছেন তারা। এরই মধ্যে নতুন একটি রাস্তা তৈরি করা হচ্ছে। এ রাস্তাটির মাধ্যমে সহজেই টানেলে পৌঁছানো সম্ভব হবে।
শুক্রবার (১৭ নভেম্বর) উদ্ধার কাজ চলাকালীন ভেতরের কয়েক স্থানে বিকট শব্দে ধস নামলে উদ্ধার কাজ বন্ধ করে দেন উদ্ধারকর্মীরা।
টানেলে আটকে থাকা শ্রমিকদের মানসিকভাবে সুস্থ রাখার জন্য তাদের সঙ্গে প্রতিনিয়ত ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। সেইসঙ্গে টানেলের কাছে একটি মেডিকেল টিমও মোতায়েন করা হয়েছে।
শ্রমিকদের নিরাপদভাবে উদ্ধার করার জন্য নরওয়ে ও থাইল্যান্ড এর দুটি সংস্থা মিলিয়ে মোট ১৬৫ জন উদ্ধারকর্মী কাজ করছেন।
গত ১২ নভেম্বর ভোরে নির্মাণাধীন এ টানেলে কাজ করার সময় ধস নামলে সেখানে আটকে পড়েন ৪০ জন শ্রমিক। সূত্র- এনডিটিভি