• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

রুপির দরপতন থামছেই না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ০৬:২০ পিএম
রুপির দরপতন থামছেই না

মার্কিন ডলারের বিপরীতে আবারও কমেছে ভারতীয় রুপির দাম। বুধবার (২৮ সেপ্টেম্বর) রেকর্ড পরিমান দরপতন হয়েছে রুপির। ব্লুমবার্গের তথ্যমতে,  আরও ৪০ পয়সা বেড়ে এক ডলারের দাম দাঁড়ায় ৮১.৯৩ রুপিতে।

এর আগে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ১ ডলারে পাওয়া গিয়েছিল ৮১.৫৩ রুপি। বুধবার সকালেই আবারও দরপতন শুরু হয়। ফেডারেল নীতিনির্ধারকদের কঠোর অবস্থানের কারণেই মার্কিন মুদ্রার মান বাড়ছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

বৈশ্বিক অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে মার্কিন ডলারের বিপরীতে দুর্বল হচ্ছে বিশ্বের অধিকাংশ দেশের মুদ্রা। ভারত, যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রেলিয়াসহ বড় ছোট সব অর্থনীতির দেশই এই সমস্যার মোকাবিলা করছে।

এর ফলে বাড়ছে দব্যমূল্যের দাম। মার্কিন বন্ডের দায় বৃদ্ধি এবং উন্নয়নশীল দেশগুলোর মুদ্রার ওপর ডলারের ক্রমবর্ধমান চাপের কারণে তারা সুদের হারও বাড়িয়ে চলেছে। এতে দেশগুলোর প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Link copied!