• ঢাকা
  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৭ রবিউস সানি ১৪৪৬

যে কারণে মেয়ের মাথায় সিসি ক্যামেরা বসালেন বাবা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১০:৩২ এএম
যে কারণে মেয়ের মাথায় সিসি ক্যামেরা বসালেন বাবা!
তরুণীর মাথায় লাগানো হয়েছে সিসি ক্যামেরা। ছবি: সংগৃহীত

মেয়ের সুরক্ষার জন্য অভিনব উপায় বের করেছেন পাকিস্তানের এক বাবা। মেয়ের মাথায় সিসি ক্যামেরা বসিয়ে দিয়েছেন তিনি! আর মেয়েও বাবার সিদ্ধান্ত মেনে নিয়েছেন হাসিমুখে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিও। যেখানে দেখা যায়, মাথায় সিসি ক্যামেরা নিয়ে এক তরুণী সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। ওই পাকিস্তানি তরুণী জানান, মাথায় সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন তার বাবা। তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন, কাদের সঙ্গে মেলামেশা করছেন, সবকিছুর ওপর নজর রাখছেন বাবা।

কিন্তু কেন এই পদক্ষেপ? উত্তরে তরুণী বলেন, “বাবার সিদ্ধান্তে আমি খুশি। আমার সুরক্ষার কথা চিন্তা করেই তিনি এই পদক্ষেপ করেছেন। তাই আমি বাবাকে বাধা দিইনি।”

কীভাবে মাথায় এলো সিসি ক্যামেরা লাগানোর কথা? উত্তরে তরুণী জানান, সম্প্রতি করাচিতে এক নারীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এখন কেউ সুরক্ষিত নন। ওই নারীর সঙ্গে যা হয়েছে, তা তার সঙ্গেও হতে পারে। এ ঘটনা দেখে তার বাবার মনেও ভয় তৈরি হয়। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তার বাবা এই সিদ্ধান্ত নেন। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, তরুণীটির বাবা সিকিউরিটি গার্ড। তাই এই সিসিটিভির মাধ্যমে মেয়েকে সর্বক্ষণ নজরে রাখতে পারেন। এই ভিডিও সমাজমাধ্যমে ছড়াতেই কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। ভিডিওর নিচে একজন মন্তব্য করেছেন, ‘নেক্সট লেভেল সিউকিউরিটি।’

Link copied!