• ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

ক্যালিফোর্নিয়ায় ফের বন্দুক হামলা, নিহত ৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩, ১০:৩৫ এএম
ক্যালিফোর্নিয়ায় ফের বন্দুক হামলা, নিহত ৭

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফের গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

স্থানীয় সময় সোমবার (২৩ জানুয়ারি) সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে উপকূলীয় শহর হাফ মুন বে-এর দুটি পৃথক স্থানে এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলায় অভিযুক্ত ৬৭ বছর বয়সী ঝাও চুনলিকে আটক করা হয়েছে।

এর আগে শনিবার (২১ জানুয়ারি) রাতে চীনের চান্দ্র নববর্ষের দিন ক্যালিফোর্নিয়ার মন্টেরি পার্ক এলাকায় ড্যান্স ক্লাবে গুলিতে ১১ জন নিহত হন।

কী কারণে হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি তদন্তকারীরা।

Link copied!