ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্ক শহরে রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩১ জন।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর কিলিমেনকোর বরাত দিয়ে সোমবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের একাধিক ভিডিও ও ছবি প্রকাশ করেছে ইউক্রেন সরকার। এতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র হামলায় একটি পাঁচতলা ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইহোর কিলিমেনকো বলেছেন, হামলায় চারজন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ছাড়া দ্বিতীয় দফা হামলায় দোনেৎস্কের জরুরি সেবাদাতা সংস্থার এক কর্মী নিহত হয়েছেন।
এ ঘটনায় তল্লাশি ও উদ্ধারকাজ চলছে। ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।