• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

যে কারণ দেখিয়ে গাজায় ফের হামলা শুরু করল ইসরায়েল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০২:৩৩ পিএম
যে কারণ দেখিয়ে গাজায় ফের হামলা শুরু করল ইসরায়েল
গাজায় ইসরায়েলের হামলা। ফাইল ফটো

হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে গাজায় ফের হামলা শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, “রোববার সকাল পর্যন্ত হামাস তার শর্ত পূরণ করতে পারেনি। চুক্তি অনুযায়ী হামাস ইসরায়েলকে জিম্মিদের তালিকা দেয়নি। তাই প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে যতক্ষণ পর্যন্ত হামাস তার দায়িত্ব পালন না করছে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না।”

ড্যানিয়েল হ্যাগারি আরও বলেন, “যতক্ষণ না হামাস চুক্তির প্রতি তার বাধ্যবাধকতা পূরণ করছে, ততক্ষণ গাজায় ইসরায়েলের সামরিক বাহিনী হামলা চালিয়ে যাবে।”

গাজা কর্তৃপক্ষের তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকরের পূর্বনির্ধারিত সময়ের পর ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছে।

স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। এ ছাড়া যুদ্ধবিরতি চুক্তি কার্য কর হওয়ার ২৪ ঘণ্টা আগে ইসরায়েলি জিম্মিদের তালিকা দেওয়ার কথা ছিল হামাসের।

এদিকে হামাস বলছে, প্রযুক্তিগত কারণে তালিকা পাঠাতে বিলম্ব হয়েছে। 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!