• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

আবারও বাড়ল তেলের দাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ১০:০৫ এএম
আবারও বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্রে হ্যারিকেন মিল্টন ও ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর জ্বালানি তেলের দাম আরেক দফা বেড়েছে। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিশ্ব বাজারে তেলের দাম অন্তত ১ শতাংশ বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্স  এ খবর জানিয়েছে। 

বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক ২০ ডলার বা এক দশমিক ৬ শতাংশ বেড়ে ৭৭ দশমিক ৭৮ ডলার হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম এক দশমিক ১৬ ডলার বা এক দশমিক ৬ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে বৃহস্পতিবার হ্যারিকেন মিল্টন আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। প্রলংয়ঙ্করী এ ঝড়ে অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তছনছ হয়ে গেছে বহু ঘরবাড়ি। ওই এলাকায় এক-চতুর্থাংশ জ্বালানি স্টেশনে পেট্রল শেষ হয়ে গেছে।

এ ছাড়া সম্প্রতি ইরান থেকে ইসরায়েলে ১৮০টি ক্ষেপণাস্ত্রও বিশ্ববাজারে তেলের দাম বাড়াতে ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন জ্বালানি ব্যবসায়ীরা। তারা বলছেন, যেকোনো সময় ইরানের তেল স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইসরায়েল। ইসরায়েলের এ হামলার আশঙ্কায় বেড়ে গেছে জ্বালানি তেলের দাম।

Link copied!