• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

তুরস্কে নাইটক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ২৯


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪, ০৯:৪৫ পিএম
তুরস্কে নাইটক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ২৯
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

তুরস্কের ইস্তানবুলের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) এ ঘটনা ঘটে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

দেশটির স্থানীয় প্রশাসন জানিয়েছে, শহরের বেসিকতাস অঞ্চলে ১৬ তলা ভবনের নিচ তলায় একটি নাইটক্লাবে এই অগ্নিকাণ্ড ঘটে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, নাইটক্লাবের সংস্কার কাজ চলছিল। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। আগুনের খবর পাওয়া মাত্র দমকল ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ আশপাশের অঞ্চল ঘিরে রেখে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৩১টি দমকলগাড়ি ও ৮৬ জন কর্মী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখনো সেখানে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!