• ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭

সেন্ট পিটার্স গির্জার মূল বেদিতে নগ্ন ব্যক্তি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২, ২০২৩, ০৪:০৪ পিএম
সেন্ট পিটার্স গির্জার মূল বেদিতে নগ্ন ব্যক্তি

ভ্যাটিকানে সেন্ট পিটার্স বাসিলিকা গির্জা পরিদর্শনে গিয়ে এক ব্যক্তি তার পরনের পোশাক খুলে ফেলেন এবং নগ্ন অবস্থায় মূল বেদিতে দাঁড়িয়ে থাকেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।

শুক্রবার (২ জুন) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ওই ব্যক্তির পিঠে আঁকা একটি ছবিতে ইউক্রেনের শিশুদের বাঁচানোর আহ্বান জানানো হয়েছে।

ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ভ্যাটিকানের নিরাপত্তা প্রহরীরা তাকে ইতালির পুলিশের হাতে তুলে দিয়েছেন। গতকাল বিকেলে বাসিলিকা বন্ধ হওয়ার পূর্বমহূর্তে এ ঘটনা ঘটেছে।

ভ্যাটিকানের একটি সূত্র বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ওই ব্যক্তি এমন কাজ করেছেন বলে মনে করা হচ্ছে। ওই ব্যক্তি তার নখ দিয়ে নিজের গায়ে আঁচড় দিয়েছেন।

ইতালির কয়েকটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে পর্যটকদের তোলা ছবিগুলো প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!