• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

সাংবাদিককে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৪


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩, ০১:২৫ পিএম
সাংবাদিককে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত

ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলায় এক স্থানীয় সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানায়, গ্রেপ্তার চারজনের মধ্যে দুজন বিমলের হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। এর আগে শুক্রবার (১৮ আগস্ট) সকালে জেলার রানিগঞ্জ এলাকায় ওই সাংবাদিককে বাসায় ঢুকে হত্যা করেন বন্দুকধারীরা। 
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, নিহত সাংবাদিকের নাম বিমল যাদব (৩৫)। তিনি দৈনিক জাগরণ পত্রিকার সাংবাদিক ছিলেন। 
শুক্রবার ভোরে বিমলের বাড়িতে এসে তাকে ডাকাডাকি করেন বন্দুকধারীরা। দরজা খোলার সঙ্গে সঙ্গে বিমলকে গুলি করা হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় বিমলের বাবা আটজনের নামসহ মামলা করেছেন।

দুই বছর আগে বিমলের ছোট শশীভূষণ যাদবকেও একইভাবে খুন করেছিলেন বন্দুকধারীরা। ওই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিলেন বিমল। ভাইয়ের হত্যার ঘটনায় সাক্ষ্য না দিতে প্রায়ই হুমকি পেতেন তিনি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!