• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের হোক্কাইডো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩, ১১:০৬ এএম
ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের হোক্কাইডো

ছয় মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প জাপানের হোক্কাইডো দ্বীপে আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (১১ আগস্ট) সকালে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানায় জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।

এনডিটিভির এক প্রতিবেদনে জিএফজেডের বরাতে বলা হয়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৪৬ কিলোমিটার নিচে। ভূমিকম্পে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বড় ধরনের ভূমিকম্পের পর সাধারণত সুনামির ঝুঁকি থাকে। তবে এই ভূমিকম্পের পর কোনো সতর্কতা জারি করা হয়নি।  

দ্বীপরাষ্ট্র জাপানের প্রধান চারটি দ্বীপের মধ্যে একটি হলো হোক্কাইডো। ভূমিকম্পপ্রবণ দেশটিতে প্রায়ই ছোট-বড় ভূমিকম্প আঘাত হানে। 

Link copied!