• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩, ০২:২২ পিএম
দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা
প্রতীকী ছবি

ইসরায়েলের সীমান্তে হিজবুল্লাহর ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার পর তাদেরকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে হামলা করেছে ইসরায়েলি সেনারা। রোববার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে আল-জাজিরা এ তথ্য জানায়।

রোববার (১২ নভেম্বর) ইসরায়েলি সেনারা জানায়, লেবানন থেকে ৮০০ মিটার দূরত্বে থাকা ইসরায়েলের ডোভেভ গ্রামে করা এ হামলায় কয়েকজন সাধারণ নাগরিক আহত হয়েছে।

ইরান সমর্থিত সংগঠন- হিজবুল্লাহ এ হামলার দায় স্বীকার করে জানায়, ইসরায়েলি গুপ্তচরবৃত্তির ডিভাইস লাগানোর সময় তাদের দলটির ওপর হামলা করেছে তারা।

৭ অক্টোবরে হামাস ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহর সঙ্গেও কয়েক দফায় সংঘাতে জড়িয়েছে ইসরায়েল।

গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহও ইসরায়েলের দক্ষিণাঞ্চলে কয়েক দফায় হামলা করেছে। রোববার লেবাননের উত্তরাঞ্চলের দিকে ১৫ টি রকেট হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনারা।

গাজায় করা নৃশংস হামলার জেরে ইসরায়েলের হাইফা, নাহারিয়া ও স্লোমি শহরে হামলার কথা স্বীকার করেছে কাসাম ব্রিগেডের লেবানন শাখা। সীমান্তে লেবাননের হামলায় অন্তত ৬ জন ইসরায়েলি সেনা ও ২ জন সাধারণ মানুষ নিহত হয়েছে।

হিজবুল্লাহ যদি ইসরায়েলের ওপর হামলা করে তাহলে তার পরিণতি গাজার মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি নেতারা। ৭ অক্টোবরের ইসরায়েলি হামলায় গাজায় ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। যার প্রায় ৭৪ শতাংশ নারী ও শিশু। সূত্র -আল জাজিরা

Link copied!