• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

গাজায় ফিলিস্তিন টাওয়ার গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, ১০:১১ এএম
গাজায় ফিলিস্তিন টাওয়ার গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান শহরটির কেন্দ্রস্থলে ফিলিস্তিন টাওয়ারকে গুঁড়িয়ে দিয়েছে। হামাস যোদ্ধা ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে বড় ধরনের লড়াইয়ে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে।

শনিবার (৭ অক্টোবর) ফিলিস্তিন টাওয়ারে হামলার কয়েক ঘণ্টা পর হামাস ইসরায়েলে হাজার হাজার রকেট নিক্ষেপ করে। ইসরায়েলের অভ্যন্তরে হামাস যোদ্ধার ঢুকে পড়ে চর্তুমুখী আক্রমণ শুরু করেন।

ইসরায়েলের হামলায় প্যালেস্টাইন টাওয়ারটি মাটির সঙ্গে মিশে যায়। আল-জাজিরার প্রতিবেদক ইউমনা এলসাইদ একটি ভবন থেকে রিপোর্ট করার সময় তার ক্যামেরায় বোমা হামলায় ভবনটি ধসে পড়তে দেখা গেছে।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ইসরায়েলের বিমানবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের যুদ্ধবিমান গাজায় দুটি উঁচু ভবনে হামলা করেছে। ইসরায়েলের অভিযোগ, হামাস ওই টাওয়ারে ‘সামরিক অবকাঠামো’ স্থাপন করেছে।

বিমানবাহিনী যে ভবনগুলোর কথা বলছে, তার মধ্যে একটি প্যালেস্টাইন টাওয়ার কি না, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।

এটাই প্রথমবার নয়

গাজা শহর বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। ইসরায়েল গাজার আবাসিক ভবন এবং টাওয়ারগুলোতে এর আগেও অনেকবার হামলা চালিয়েছে।

২০২১ সালে গাজায় ১১ দিনের সংঘর্ষে ইসরায়েল চারটি টাওয়ারকে লক্ষ্যবস্তু করেছিল, যার মধ্যে তিনটির ধ্বংস করেছিল।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলের সামরিক কৌশল নিয়ে উদ্বেগ জানিয়েছে। তারা জানিয়েছে, গাজায় আবাসিক ভবনে হামলা ফিলিস্তিনি নাগরিকদের হত্যা যুদ্ধাপরাধ।

Link copied!